ভারতের সন্ন্যাসী মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল অ্যামনেস্টি
ক্ষমতায় আসার একদিনের মধ্যেই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সন্ন্যাসী মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগী আদিত্যনাথ যা যা বিতর্কিত মন্তব্য করেছেন সবগুলি প্রকাশ্যে ফিরিয়ে নিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। মুসলিমদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে যোগীর বিরুদ্ধে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ ডিরেক্টর আকার প্যাটেলের দাবি, রাজ্যের সংখ্যালঘুদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যকারীদের মধ্যে যোগী সবার উপরে রয়েছেন। অ্যামনেস্টির আশঙ্কা, দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজের এই চিন্তাধারা ও মনোভাবকে তিনি বাস্তবায়িত করতে পারেন। নির্বাচনের আগেই হিন্দুরাষ্ট্র গড়ার কথা বলেছিলেন যোগী। ২০১৫সালে বারাণসীতে যোগী বলেছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার মুখেই জ্ঞানবাপী মসজিদ বাধা সৃষ্টি করে। তাই দেশের সব মসজিদের সামনে গৌরী, গণেশ ও নন্দীর মূর্তি বসানোর পণ করেছিলেন। এখানেই থেমে থাকেনি যোগীর সম্প্রদায়িক উস্কানি। লাভ জিহাদ নিয়ে তাঁর বক্তব্য ছিল একজন হিন্দু মহিলাকে মুসলিম বিয়ে করলে, হাজার জন মুসলিম মহিলাকে ধর্মা...