Posts

Showing posts from March 30, 2017

এখনই রাজনীতিতে নামছেন না চেলসি ক্লিনটন

Image
এখনই রাজনীতিতে নামছেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন। তবে ভবিষ্যতে তিনি রাজনীতিতে আসবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি বেশ সক্রিয়। তাতে গুজব ছড়িয়ে পড়েছে যে, চেলসি রাজনীতিতে আসছেন। সেই গুজবকে তিনি নাকচ করে দিলেন। বললেন, কোনো রাজনৈতিক পদে আসার কোনো পরিকল্পনা তার এখন নেই। ভ্যারাইটি নামের একটি সংস্থাকে তিনি সাক্ষাতকার দিয়েছেন। ‘পাওয়ার অব ওমেন ইস্যুতে তিনি ওই বক্তব্যে বলেন, আমি চেলসি ক্লিনটন। আপনারা হয়তো আমার সম্পর্কে একটি বিষয় জানেন না। তা হলো আমি রাজনীতিতে আসছি না। আমি বলতে চাইছি না। কংগ্রেস, সিনেট, সিটি কাউন্সিল অথবা প্রেসিডেন্সির জন্য আমি লড়াই করবো বলে যে খবর প্রচার হচ্ছে তাতে আমি পুরোপুরি বিস্মিত। এ নিয়ে আমার জীবনে বহুবার নিজেকে প্রশ্ন করেছি। কিন্তু উত্তর কখনো পাল্টে যায় নি। সিএনএন লিখেছে, সম্প্রতি টুইটারে বেশ সক্রিয় হয়েছেন চেলসি। সামাজিক বিভিন্ন ইস্যু, দিনের সংবাদ, ট্রাম্প প্রশাসন নিয়ে তিনি ঘন ঘন পোস্ট দিচ্ছেন।

‘ধানের শীষের এজেন্ট খুঁজে বের করেন’

Image
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ৮৪ নং কেন্দ্র জাঙ্গালিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। সকাল থেকে সেখানে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর কোনো এজেন্ট নেই। একটি বুথে গিয়ে বিএনপি প্রার্থীর এজেন্ট কোথায় জানতে চাইলে এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর এজেন্ট বলেন, ধানের শীষের এজেন্ট আপনারাই খুঁজে বের করেন। এখানে এজেন্টদের কোনো কাজ নেই। ওই কেন্দ্রে অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী জহুরুল ইসলাম। তার দাবি, ওই কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পোলাপাইনরা এসব করবে। পাশের কেন্দ্রে বিএনপি’র সমর্থকরা অনিয়ম করছে। সেখানে যান। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হোসেন জানান, তার কেন্দ্রে কোনো সমস্যা নেই। ভোট সুষ্ঠু হচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৩১৯ জন ভোট দিয়েছেন। ভোটাররা স্বত:স্ফুর্তভাবে আসছেন।

রাজকোষ চুরিতে ‘রাষ্ট্রীয় মদত’: এফবিআই কর্মকর্তা

Image
বাংলাদেশের রাজকোষ চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তদন্তের সঙ্গে যুক্ত এফবিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেছেন, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় তাতে রয়েছে ‘রাষ্ট্রীয় মদত’ (স্টেট স্পন্সরড)।  তবে কোন রাষ্ট্রের মদত রয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বুধবার তিনি ফিলিপাইনে এ কথা বললেও বিস্তারিত জানাননি। ম্যানিলা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই কর্মকর্তার যুক্তরাষ্ট্রের দূতাবাসের লিগ্যাল অ্যাটাচে। তার নাম ল্যামন্ট সিলার। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও দৃঢ় ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার এই হামলায় জড়িতদের নাম প্রকাশ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। ওদিকে গত সপ্তাহে নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনে কর্মকর্তারা এই চুরির জন্য দায়ী করেছেন উত্তর কোরিয়াকে। বুধবার সাইবার নিরাপত্তা বিষয়ক এক ফোরামে ল্যামন্ট সিলার বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কথা আমরা সবাই জানি। এটা হলো ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার হামলার মাত্র একটি উদাহরণ।

ব্রেক্সিট: ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

Image
ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে। এ সিদ্ধান্ত বৃটেনের জন্য সার্বভৌমত্ব ফিরে পাওয়া। অন্যদিকে অন্যদের কাছে এ পদক্ষেপ তিক্ততায় ভরা। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে লিবসব চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করেছেন। তারই প্রেক্ষিতে নানা রকম মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃটেন এ ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ‘আমরা একে অন্যের প্রয়োজনে লাগবো’ এমন মন্তব্য করেছেন তাদের অনেকে। প্রতিক্রিয়া দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক, জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল প্রমুখ। ফ্রাঁসোয়া ওঁলাদে বলেছেন, বৃটিশদের কাছে বেদনাদায়ক হবে ব্রেক্সিট। ইউরোপ সামনে এগিয়ে যাওয়ার গতি পাবে। নিঃসন্দেহে সেই গতি হবে ভিন্ন। অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, জার্মান ও তার অংশীদাররা অবশ্যই এমন দিন প্রত্যাশা করে নি। তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট নিয়ে আলোচনায় সুষ্ঠু ও গঠনমুলক পদক্ষেপ নেবে। তিনি বলেন, প্রথমেই আমাদেরকে পরিষ্কার হতে হবে যে, কিভাবে আমরা আমাদের আন্তঃসম্পর্ক ছিন্ন করবো। তারপরই আসে এই প্রশ্...