চীন-ভারত সম্পর্ক ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হওয়ার হুঁশিয়ারি
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার অরুণাচল সফরের কারণে ভারতের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, দালাই লামা যাতে অরুণাচল প্রদেশ সফরে যেতে না পারেন এ জন্য খুব চেষ্টা করেছে চীন। কিন্তু তার আসন্ন সেই সফর থামাতে পারে নি তারা। তাই ভারতকে সতর্ক করেছে চীন। বলেছে, দালাই লামাকে চীন সীমান্ত লাগোয়া রাজ্য সফরের অনুমতি দিয়ে ভারত বিরাট ভুল করছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, এতে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্ট এলাকায় দালাই লামা কোনো কর্মকাণ্ড চালান তার ঘোর বিরোধী চীন। এ বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি ভারতকে। উল্লেখ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির, যা ভারত তার নিজের বলে দাবি করে, সেখানে অবকাঠামো নির্মাণ করছে চীনা কোম্পানিগুলো। এ নিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ইস্যুতে চীন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। তবে এ নিয়ে ভারতকে উদ্বিগ্ন না হতে...