Posts

Showing posts from April 1, 2017

চীন-ভারত সম্পর্ক ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হওয়ার হুঁশিয়ারি

Image
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার অরুণাচল সফরের কারণে ভারতের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, দালাই লামা যাতে অরুণাচল প্রদেশ সফরে যেতে না পারেন এ জন্য খুব চেষ্টা করেছে চীন। কিন্তু তার আসন্ন সেই সফর থামাতে পারে নি তারা। তাই ভারতকে সতর্ক করেছে চীন। বলেছে, দালাই লামাকে চীন সীমান্ত লাগোয়া রাজ্য সফরের অনুমতি দিয়ে ভারত বিরাট ভুল করছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, এতে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্ট এলাকায় দালাই লামা কোনো কর্মকাণ্ড চালান তার ঘোর বিরোধী চীন। এ বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি ভারতকে। উল্লেখ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির, যা ভারত তার নিজের বলে দাবি করে, সেখানে অবকাঠামো নির্মাণ করছে চীনা কোম্পানিগুলো। এ নিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ইস্যুতে চীন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। তবে এ নিয়ে ভারতকে উদ্বিগ্ন না হতে

শিববাড়ি ট্র্যাজেডি- সেদিন যা ঘটেছিল by ওয়েছ খছরু

Image
বিকট শব্দে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। মানুষের আর্তনাদ, কান্নার রোল। রক্ত সমেত মানুষ গড়াগড়ি খাচ্ছিল রাস্তায়। কারও হাত উড়ে গেছে। কারও পা দিয়ে রক্ত ঝরছে। কারও কারও দেহ নিথর-নিস্তব্ধ হয়ে পড়ে আছে। ঘটনার পর পরই সেখানে ছুটে যান র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। সঙ্গে ছিলেন পুলিশের ইন্সপেক্টর আবু কাওছার ও মনিরুল ইসলামসহ বোমা ডিসপোজাল টিমের সদস্যরা। তারা গিয়েই ফিতা টেনে ঘটনাস্থল কর্ডন করে ফেলেন। চারদিকে অন্ধকার। অদূরে আতিয়া ভবনের ভেতর থেকে গুলি ও বোমার শব্দ আসছিল। লোকজনের ঠাসা পুরো এলাকা। বোমার বিস্ফোরণের পর অনেকেই খুঁজে ফিরছিলেন স্বজনদের। নিখোঁজদের সন্ধানে আসা লোকজনকে সামাল দেয়া কষ্টকর ছিল। এরপরও পুলিশের পক্ষ থেকে লোকজনের সরিয়ে নেয়া হয় অনেক দূরে। প্রথমটি বিস্ফোরণের তখনও আধা ঘণ্টা সময় অতিবাহিত হয়নি। অন্ধকারে টর্চের আলোয় স্প্লিন্টারসহ আলামত সংগ্রহ করা হচ্ছিল। ঘটনাস্থলে ছিলেন অনেক কর্মকর্তা। হঠাৎ এক পুলিশ সদস্যের চোখে পড়ে ঘটনাস্থলে কাছে থাকা দ্বিতীয় বোমাটি। ওই সদস্য ‘বোমা বোমা’ বলে চিৎকার দেন। অসীম সাহসী র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ

লন্ডনে আলোচনায় নবীগঞ্জের সাকিব

Image
নবীগঞ্জে আলোচনার ঝড় তুলেছে যুক্তরাজ্য প্রবাসী কিশোর সাকিব চৌধুরী। ১০ বছর বয়সেই দুটি বইয়ের লেখক। শহরের পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা সাকিব পারিবারিকভাবে যুক্তরাজ্যে বসবাস করছে। যুক্তরাজ্য হালসিটির বাসিন্দা এই কিশোরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে। সে দেশের খ্যাতিমান লেখকরা তার শৈল্পিক শব্দ চয়ন দেখে অভিভূত। সাকিব চৌধুরীর চাচা এমদাদুল চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন যুগ্ম সচিব। সিলেটের কনিষ্ঠ কাউন্সিলর জায়েদ চৌধুরীর মামাতো ভাই কিশোর সাকিবকে নিয়ে পরিবারে আনন্দের শেষ নেই। সাকিবের পারিবারিক সূত্র জানায়, তার লিখিত দুটি বই ‘টর্মাক’ ও “দ্য কিডনাপার’স লায়ার” হালসিটিতে আলোড়ন সৃষ্টি করেছে। তাকে নিয়ে গর্বিত বাঙালি কমিউনিটি। তার আইকন আইরিস লেখক মি. ড্যারেন শ্যারন বলেন, আমি সাধারণত নবীন লেখকদের লেখার ব্যাপারে অনেক উদ্বিগ্ন থাকি। অল্প বয়স্ক লেখকদের লেখার ব্যাপারে আরো বেশি। কারণ ভালো লেখক কিংবা লেখা উপহার দিতে হলে কমপক্ষে আট-দশ বছরের কঠোর পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন। হালসিটির নবীন লেখক সাকিব চৌধুরী আমার লেখায় অনুপ্রাণিত হয়ে অল্প বয়সে দুটি বই লিখেছে। এ ক্ষেত্রে তাকে সৌভাগ্যবানই বলতে