এখনই রাজনীতিতে নামছেন না চেলসি ক্লিনটন



এখনই রাজনীতিতে নামছেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন। তবে ভবিষ্যতে তিনি রাজনীতিতে আসবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি বেশ সক্রিয়। তাতে গুজব ছড়িয়ে পড়েছে যে, চেলসি রাজনীতিতে আসছেন। সেই গুজবকে তিনি নাকচ করে দিলেন। বললেন, কোনো রাজনৈতিক পদে আসার কোনো পরিকল্পনা তার এখন নেই। ভ্যারাইটি নামের একটি সংস্থাকে তিনি সাক্ষাতকার দিয়েছেন। ‘পাওয়ার অব ওমেন ইস্যুতে তিনি ওই বক্তব্যে বলেন, আমি চেলসি ক্লিনটন। আপনারা হয়তো আমার সম্পর্কে একটি বিষয় জানেন না। তা হলো আমি রাজনীতিতে আসছি না। আমি বলতে চাইছি না। কংগ্রেস, সিনেট, সিটি কাউন্সিল অথবা প্রেসিডেন্সির জন্য আমি লড়াই করবো বলে যে খবর প্রচার হচ্ছে তাতে আমি পুরোপুরি বিস্মিত। এ নিয়ে আমার জীবনে বহুবার নিজেকে প্রশ্ন করেছি। কিন্তু উত্তর কখনো পাল্টে যায় নি। সিএনএন লিখেছে, সম্প্রতি টুইটারে বেশ সক্রিয় হয়েছেন চেলসি। সামাজিক বিভিন্ন ইস্যু, দিনের সংবাদ, ট্রাম্প প্রশাসন নিয়ে তিনি ঘন ঘন পোস্ট দিচ্ছেন।

Comments

Popular posts from this blog

বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ লাশ

চীন-ভারত সম্পর্ক ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হওয়ার হুঁশিয়ারি