‘ধানের শীষের এজেন্ট খুঁজে বের করেন’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ৮৪ নং কেন্দ্র জাঙ্গালিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। সকাল থেকে সেখানে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর কোনো এজেন্ট নেই। একটি বুথে গিয়ে বিএনপি প্রার্থীর এজেন্ট কোথায় জানতে চাইলে এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর এজেন্ট বলেন, ধানের শীষের এজেন্ট আপনারাই খুঁজে বের করেন। এখানে এজেন্টদের কোনো কাজ নেই।
ওই কেন্দ্রে অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী জহুরুল ইসলাম। তার দাবি, ওই কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পোলাপাইনরা এসব করবে। পাশের কেন্দ্রে বিএনপি’র সমর্থকরা অনিয়ম করছে। সেখানে যান।
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হোসেন জানান, তার কেন্দ্রে কোনো সমস্যা নেই। ভোট সুষ্ঠু হচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৩১৯ জন ভোট দিয়েছেন। ভোটাররা স্বত:স্ফুর্তভাবে আসছেন।
Comments
Post a Comment