Posts

Showing posts from 2017

বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ লাশ

Image
মৌলভীবাজারে ‘অপারেশন ম্যাক্সিমাস’ শেষ হয়েছে। আস্তানায় মিলেছে ৩ জঙ্গির লাশ। এ নিয়ে জেলার দুই জঙ্গি আস্তানায় ১০ জন নিহত হলো। গতকাল শহরের বড়হাট জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্তি ঘোষণা করা হয়। এ অভিযানে দুই পুরুষ ও এক মহিলা নিহত হয়। তাদের মধ্যে একজন সিলেটের আতিয়া মহলের বাইরে বোমা হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুর ১২টায় অপারেশন ম্যাক্সিমাস-এর সমাপ্তি ঘোষণা করে  দেয়া প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, মৌলভীবাজারে আর কোনো জঙ্গি আস্তানা আছে- তাদের কাছে এমন সুনির্দিষ্ট তথ্য নেই। তবে বাসা ভাড়া কাকে দেয়া হচ্ছে, সে কি করে- এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়া দরকার। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। অপারেশন “হিট ব্যাক” ও ‘অপারেশন ম্যাক্সিমাস’ নিয়ে টানা তিন দিন নানা কৌতূহল আর উদ্বেগ উৎকণ্ঠায় উদ্বিগ্ন ছিলেন প্রবাসী অধ্যুষিত জেলার মানুষ। আর দেশবাসীর কৌতূহলী প্রতীক্ষার সঙ্গে এ জেলার প্রবাসীদেরও উৎকণ্ঠার শেষ ছিল না।  জেলা পুলিশের সহায়তায় সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিট...

চীন-ভারত সম্পর্ক ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হওয়ার হুঁশিয়ারি

Image
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার অরুণাচল সফরের কারণে ভারতের সঙ্গে চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর দিয়েছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, দালাই লামা যাতে অরুণাচল প্রদেশ সফরে যেতে না পারেন এ জন্য খুব চেষ্টা করেছে চীন। কিন্তু তার আসন্ন সেই সফর থামাতে পারে নি তারা। তাই ভারতকে সতর্ক করেছে চীন। বলেছে, দালাই লামাকে চীন সীমান্ত লাগোয়া রাজ্য সফরের অনুমতি দিয়ে ভারত বিরাট ভুল করছে। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, এতে উভয় দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংশ্লিষ্ট এলাকায় দালাই লামা কোনো কর্মকাণ্ড চালান তার ঘোর বিরোধী চীন। এ বিষয়ে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি ভারতকে। উল্লেখ্য, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মির, যা ভারত তার নিজের বলে দাবি করে, সেখানে অবকাঠামো নির্মাণ করছে চীনা কোম্পানিগুলো। এ নিয়ে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ইস্যুতে চীন দ্বিমুখী নীতি অবলম্বন করছে বলে বলা হয়েছে প্রতিবেদনে। তবে এ নিয়ে ভারতকে উদ্বিগ্ন না হতে...

শিববাড়ি ট্র্যাজেডি- সেদিন যা ঘটেছিল by ওয়েছ খছরু

Image
বিকট শব্দে প্রথম বোমাটি বিস্ফোরিত হয়। মানুষের আর্তনাদ, কান্নার রোল। রক্ত সমেত মানুষ গড়াগড়ি খাচ্ছিল রাস্তায়। কারও হাত উড়ে গেছে। কারও পা দিয়ে রক্ত ঝরছে। কারও কারও দেহ নিথর-নিস্তব্ধ হয়ে পড়ে আছে। ঘটনার পর পরই সেখানে ছুটে যান র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ। সঙ্গে ছিলেন পুলিশের ইন্সপেক্টর আবু কাওছার ও মনিরুল ইসলামসহ বোমা ডিসপোজাল টিমের সদস্যরা। তারা গিয়েই ফিতা টেনে ঘটনাস্থল কর্ডন করে ফেলেন। চারদিকে অন্ধকার। অদূরে আতিয়া ভবনের ভেতর থেকে গুলি ও বোমার শব্দ আসছিল। লোকজনের ঠাসা পুরো এলাকা। বোমার বিস্ফোরণের পর অনেকেই খুঁজে ফিরছিলেন স্বজনদের। নিখোঁজদের সন্ধানে আসা লোকজনকে সামাল দেয়া কষ্টকর ছিল। এরপরও পুলিশের পক্ষ থেকে লোকজনের সরিয়ে নেয়া হয় অনেক দূরে। প্রথমটি বিস্ফোরণের তখনও আধা ঘণ্টা সময় অতিবাহিত হয়নি। অন্ধকারে টর্চের আলোয় স্প্লিন্টারসহ আলামত সংগ্রহ করা হচ্ছিল। ঘটনাস্থলে ছিলেন অনেক কর্মকর্তা। হঠাৎ এক পুলিশ সদস্যের চোখে পড়ে ঘটনাস্থলে কাছে থাকা দ্বিতীয় বোমাটি। ওই সদস্য ‘বোমা বোমা’ বলে চিৎকার দেন। অসীম সাহসী র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ...

লন্ডনে আলোচনায় নবীগঞ্জের সাকিব

Image
নবীগঞ্জে আলোচনার ঝড় তুলেছে যুক্তরাজ্য প্রবাসী কিশোর সাকিব চৌধুরী। ১০ বছর বয়সেই দুটি বইয়ের লেখক। শহরের পৌর এলাকার চরগাঁও গ্রামের বাসিন্দা সাকিব পারিবারিকভাবে যুক্তরাজ্যে বসবাস করছে। যুক্তরাজ্য হালসিটির বাসিন্দা এই কিশোরকে নিয়ে গবেষণা শুরু হয়েছে। সে দেশের খ্যাতিমান লেখকরা তার শৈল্পিক শব্দ চয়ন দেখে অভিভূত। সাকিব চৌধুরীর চাচা এমদাদুল চৌধুরী বাংলাদেশ সচিবালয়ে কর্মরত একজন যুগ্ম সচিব। সিলেটের কনিষ্ঠ কাউন্সিলর জায়েদ চৌধুরীর মামাতো ভাই কিশোর সাকিবকে নিয়ে পরিবারে আনন্দের শেষ নেই। সাকিবের পারিবারিক সূত্র জানায়, তার লিখিত দুটি বই ‘টর্মাক’ ও “দ্য কিডনাপার’স লায়ার” হালসিটিতে আলোড়ন সৃষ্টি করেছে। তাকে নিয়ে গর্বিত বাঙালি কমিউনিটি। তার আইকন আইরিস লেখক মি. ড্যারেন শ্যারন বলেন, আমি সাধারণত নবীন লেখকদের লেখার ব্যাপারে অনেক উদ্বিগ্ন থাকি। অল্প বয়স্ক লেখকদের লেখার ব্যাপারে আরো বেশি। কারণ ভালো লেখক কিংবা লেখা উপহার দিতে হলে কমপক্ষে আট-দশ বছরের কঠোর পরিশ্রম ও অনুশীলনের প্রয়োজন। হালসিটির নবীন লেখক সাকিব চৌধুরী আমার লেখায় অনুপ্রাণিত হয়ে অল্প বয়সে দুটি বই লিখেছে। এ ক্ষেত্রে তাকে সৌভাগ্যবানই বলতে...

এখনই রাজনীতিতে নামছেন না চেলসি ক্লিনটন

Image
এখনই রাজনীতিতে নামছেন না যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের কন্যা চেলসি ক্লিনটন। তবে ভবিষ্যতে তিনি রাজনীতিতে আসবেন এমনটাই ইঙ্গিত দিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তিনি বেশ সক্রিয়। তাতে গুজব ছড়িয়ে পড়েছে যে, চেলসি রাজনীতিতে আসছেন। সেই গুজবকে তিনি নাকচ করে দিলেন। বললেন, কোনো রাজনৈতিক পদে আসার কোনো পরিকল্পনা তার এখন নেই। ভ্যারাইটি নামের একটি সংস্থাকে তিনি সাক্ষাতকার দিয়েছেন। ‘পাওয়ার অব ওমেন ইস্যুতে তিনি ওই বক্তব্যে বলেন, আমি চেলসি ক্লিনটন। আপনারা হয়তো আমার সম্পর্কে একটি বিষয় জানেন না। তা হলো আমি রাজনীতিতে আসছি না। আমি বলতে চাইছি না। কংগ্রেস, সিনেট, সিটি কাউন্সিল অথবা প্রেসিডেন্সির জন্য আমি লড়াই করবো বলে যে খবর প্রচার হচ্ছে তাতে আমি পুরোপুরি বিস্মিত। এ নিয়ে আমার জীবনে বহুবার নিজেকে প্রশ্ন করেছি। কিন্তু উত্তর কখনো পাল্টে যায় নি। সিএনএন লিখেছে, সম্প্রতি টুইটারে বেশ সক্রিয় হয়েছেন চেলসি। সামাজিক বিভিন্ন ইস্যু, দিনের সংবাদ, ট্রাম্প প্রশাসন নিয়ে তিনি ঘন ঘন পোস্ট দিচ্ছেন।

‘ধানের শীষের এজেন্ট খুঁজে বের করেন’

Image
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ৮৪ নং কেন্দ্র জাঙ্গালিয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়। সকাল থেকে সেখানে ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেছে। সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডে অবস্থিত এই কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল হক সাক্কুর কোনো এজেন্ট নেই। একটি বুথে গিয়ে বিএনপি প্রার্থীর এজেন্ট কোথায় জানতে চাইলে এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর এজেন্ট বলেন, ধানের শীষের এজেন্ট আপনারাই খুঁজে বের করেন। এখানে এজেন্টদের কোনো কাজ নেই। ওই কেন্দ্রে অবস্থান করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী জহুরুল ইসলাম। তার দাবি, ওই কেন্দ্রে ভোট সুষ্ঠু হচ্ছে। কেন্দ্রে বিএনপি’র এজেন্টদের বের করে দেয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, পোলাপাইনরা এসব করবে। পাশের কেন্দ্রে বিএনপি’র সমর্থকরা অনিয়ম করছে। সেখানে যান। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার মো. মোজাম্মেল হোসেন জানান, তার কেন্দ্রে কোনো সমস্যা নেই। ভোট সুষ্ঠু হচ্ছে। সকাল দশটা পর্যন্ত ৩১৯ জন ভোট দিয়েছেন। ভোটাররা স্বত:স্ফুর্তভাবে আসছেন।

রাজকোষ চুরিতে ‘রাষ্ট্রীয় মদত’: এফবিআই কর্মকর্তা

Image
বাংলাদেশের রাজকোষ চুরি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন তদন্তের সঙ্গে যুক্ত এফবিআইয়ের এক কর্মকর্তা। তিনি বলেছেন, নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভ থেকে গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয় তাতে রয়েছে ‘রাষ্ট্রীয় মদত’ (স্টেট স্পন্সরড)।  তবে কোন রাষ্ট্রের মদত রয়েছে সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। বুধবার তিনি ফিলিপাইনে এ কথা বললেও বিস্তারিত জানাননি। ম্যানিলা থেকে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই কর্মকর্তার যুক্তরাষ্ট্রের দূতাবাসের লিগ্যাল অ্যাটাচে। তার নাম ল্যামন্ট সিলার। এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও দৃঢ় ইঙ্গিত দিয়েছেন যে, বিশ্বের সবচেয়ে বড় সাইবার এই হামলায় জড়িতদের নাম প্রকাশ করার খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র। ওদিকে গত সপ্তাহে নাম প্রকাশ না করার শর্তে ওয়াশিংটনে কর্মকর্তারা এই চুরির জন্য দায়ী করেছেন উত্তর কোরিয়াকে। বুধবার সাইবার নিরাপত্তা বিষয়ক এক ফোরামে ল্যামন্ট সিলার বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কথা আমরা সবাই জানি। এটা হলো ব্যাংকিং খাতে রাষ্ট্রীয় মদতপুষ্ট সাইবার হামলার মাত্র একটি উদাহরণ।

ব্রেক্সিট: ইউরোপীয় নেতাদের মিশ্র প্রতিক্রিয়া

Image
ইউরোপীয় ইউনিয়ন থেকে বৃটেন বেরিয়ে যাওয়ার আনুষ্ঠানিক পদক্ষেপ শুরু করেছে। এ সিদ্ধান্ত বৃটেনের জন্য সার্বভৌমত্ব ফিরে পাওয়া। অন্যদিকে অন্যদের কাছে এ পদক্ষেপ তিক্ততায় ভরা। বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে লিবসব চুক্তির ৫০ অনুচ্ছেদ সক্রিয় করেছেন। তারই প্রেক্ষিতে নানা রকম মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। বৃটেন এ ইউনিয়ন থেকে বেরিয়ে গেলেও ‘আমরা একে অন্যের প্রয়োজনে লাগবো’ এমন মন্তব্য করেছেন তাদের অনেকে। প্রতিক্রিয়া দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদে, জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল, ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডনাল্ড টাস্ক, জার্মান পররাষ্ট্রমন্ত্রী সিগমার গাব্রিয়েল প্রমুখ। ফ্রাঁসোয়া ওঁলাদে বলেছেন, বৃটিশদের কাছে বেদনাদায়ক হবে ব্রেক্সিট। ইউরোপ সামনে এগিয়ে যাওয়ার গতি পাবে। নিঃসন্দেহে সেই গতি হবে ভিন্ন। অ্যাঙ্গেলা মারকেল বলেছেন, জার্মান ও তার অংশীদাররা অবশ্যই এমন দিন প্রত্যাশা করে নি। তা সত্ত্বেও ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিট নিয়ে আলোচনায় সুষ্ঠু ও গঠনমুলক পদক্ষেপ নেবে। তিনি বলেন, প্রথমেই আমাদেরকে পরিষ্কার হতে হবে যে, কিভাবে আমরা আমাদের আন্তঃসম্পর্ক ছিন্ন করবো। তারপরই আসে এই প্রশ্...

দালাই লামাকে হুঁশিয়ারি উলফার

Image
তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামাকে আসামের সন্ত্রাসবাদী গোষ্ঠী উলফার পরেশ বড়–য়া অংশের পক্ষ থেকে চীনের হয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আগামী  ৪ঠা এপ্রিল অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে বৌদ্ধ মঠে যাওয়ার কথা ৮১ বছর বয়সী বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার।  কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুরও দালাই লামার উপস্থিতির সময়ে সেখানে থাকার কথা। তার আগে, ১লা এপ্রিল আসাম যাওয়ার কথা দালাই লামার। সরাসরি চীনের হয়ে উলফার সওয়াল করার ঘটনা এই প্রথম বলে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন। উলফা (আই) গোষ্ঠীর নেতা পরেশ বড়–য়া দীর্ঘদিন চীনে আশ্রিত বলেই দাবি জানিয়ে আসছে ভারত। পরেশ বড়–য়ার নেতৃত্বাধীন উলফা (আই) গোষ্ঠীর অভিজিৎ আসোমের লেখা চিঠিতে দালাই লামাকে স্পষ্ট বলা হয়েছে, চীনকে চটাবেন না। এতে শুধু ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কই নষ্ট হবে না, আপনার প্রিয় তিব্বতও এর ফলে বিপন্ন হবে। কারণ ভারতের পরমাণু অস্ত্র মজুত রাখা আছে আসামের মাটিতে। একে প্রতিহত করতে পরমাণু অস্ত্রের পূর্ণ সদ্ব্যবহার করতে তৈরি চীনও, যার ফল ভুগতে হবে ভারতসহ তিব্বতকে। উলফা আরও জানিয়েছে, দালাই লামার কোনও অনুষ্ঠান অরুণাচল প্রদেশে করা, কিংবা সেই অনুষ্ঠানে ...

ভারতে সংখ্যালঘুদের মধ্যে ভয়ের আবহ তৈরি হয়েছে: অমর্ত্য সেন

Image
ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় সংখ্যালঘুদের মধ্যে একটি ভয় ও অনিশ্চয়তার বোধ দেখা দিয়েছে। আতঙ্কের ভাব ছড়িয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও। এই অভিমত ব্যক্ত করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। দিল্লিতে ‘ওপেন’ ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদকে মোদি জমানার মূল্যায়ন করতে বলা হলে তিনটি বিষয়ের দিকে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। এক. শিক্ষা ও স্বাস্থ্য। অমর্ত্য সেন মনে করেন, আগের সরকারও এই জায়গাটিতে যথেষ্ট কাজ করে নি। বর্তমান সরকার তা সংশোধন করার বদলে সমস্যাটা আরও বাড়িয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের সামাজিক ও অর্থনৈতিক নীতি। দ্বিতীয় বিষয়টি হলো ধর্মনিরপেক্ষতা। অমর্ত্য বলেন, নতুন একটা পরিভাষা চালু হয়েছে ‘ছদ্ম ধর্মনিরপেক্ষতা’। কিন্তু ঘটনা হল, সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে একটা ভয় ও অনিশ্চয়তার বোধ কাজ করছে। আগের সরকারের আমলে এটা ছিল না। এটা বিরাট ব্যর্থতা। ঘটনাচক্রে আমি হিন্দু পরিমন্ডল থেকে উঠে এসেছি। কিন্তু তার মানেই এই নয় যে, আমি হিন্দু আধিপত্য চাইব। বহু ধর্ম, সংস্কৃতি, জাতি বৈচিত্র্যের দেশ ভারত, স্মরণ করিয়ে দেন অমর্ত্য। তৃতীয় যে উদ্বেগের জায়গাটিতে অমর্ত্য ...

ভারতের সন্ন্যাসী মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলল অ্যামনেস্টি

Image
ক্ষমতায় আসার একদিনের মধ্যেই ভারতের উত্তর প্রদেশ রাজ্যের সন্ন্যাসী মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়া। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগী আদিত্যনাথ যা যা বিতর্কিত মন্তব্য করেছেন সবগুলি প্রকাশ্যে ফিরিয়ে নিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। মুসলিমদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে যোগীর বিরুদ্ধে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এগজিকিউটিভ ডিরেক্টর আকার প্যাটেলের দাবি, রাজ্যের সংখ্যালঘুদের সম্পর্কে কুরুচিকর মন্তব্যকারীদের মধ্যে যোগী সবার উপরে রয়েছেন। অ্যামনেস্টির আশঙ্কা, দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পরে নিজের এই চিন্তাধারা ও মনোভাবকে তিনি বাস্তবায়িত করতে পারেন। নির্বাচনের আগেই হিন্দুরাষ্ট্র গড়ার কথা বলেছিলেন যোগী। ২০১৫সালে বারাণসীতে যোগী বলেছিলেন কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার মুখেই জ্ঞানবাপী মসজিদ বাধা সৃষ্টি করে। তাই দেশের সব মসজিদের সামনে গৌরী, গণেশ ও নন্দীর মূর্তি বসানোর পণ করেছিলেন। এখানেই থেমে থাকেনি যোগীর সম্প্রদায়িক উস্কানি। লাভ জিহাদ নিয়ে তাঁর বক্তব্য ছিল একজন হিন্দু মহিলাকে মুসলিম বিয়ে করলে, হাজার জন মুসলিম মহিলাকে ধর্মা...